হোম > সারা দেশ > টাঙ্গাইল

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

আবুল কালাম। ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তা পরিচয়ে টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক এমপি খান আহমেদ শুভর নামফলক ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক শ্রমিক দল নেতা। গত বৃহস্পতিবার রাতে ভাওড়া ইউনিয়নর কামারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক।

স্থানীয় ভাওড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম শ্যামল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া বাজারে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ‘কামারপাড়া-শশধরপট্টি’ সড়কের ভিত্তিপ্রস্তরে সাবেক এমপি খান আহমেদ শুভর নাম ফলকটি ভাঙতে শুরু করেন আবুল কালাম।

খবর পেয়ে ওই ওয়ার্ডের মেম্বার শ্যামল তাঁর পরিচয় জানতে চাইলে তিনি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা পরিচয় দেন। মেম্বার নামফলক ভাঙার বিষয়ে লিখিত নির্দেশনা চাইলে দেখাতে ব্যর্থ হন। এ সময় কামারপাড়া বাজারে অবস্থানরত স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়। এরপর ক্ষমা চেয়ে সেখান থেকে চলে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা বলেন, ‘এ ধরনের কোনো কাজ আমার দলের কেউ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ-রিজন বলেন, ‘বিষয়টি শুনেছি, এ বিষয়ে ইউএনও মহোদয়ের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ