হোম > সারা দেশ > ঢাকা

সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতন দাবি ডাক কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বনিম্ন ১৫ হাজার টাকা বেতনসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম নিজাম ১০ দফা দাবি উত্থাপন করেন। সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা করা ছাড়াও বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে—২৩ হাজার অতিরিক্ত বিভাগীয় কর্মচারীদের জাতীয়করণ করা, ইডি কল্যাণ ট্রাস্টে কর্মচারীদের জমাকৃত অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা, ডাকঘর কর্মচারী আচরণ ও নিয়োগ বিধিমালা প্রণয়ন করা, সরকারি সব ছুটি ভোগের সুযোগ দেওয়া, বয়স্ক ও পেনশনযোগ্য কর্মচারীদের এককালীন গ্র্যাচুইটির ব্যবস্থা করা, ছাতা-জুতা-পোশাক বরাদ্দ করা, সব উৎসব ভাতা প্রদান করা, ডিজিটাল যন্ত্রপাতি সরবরাহ ও বাস্তব প্রশিক্ষণ প্রদান করা। 

মো. সিরাজুল ইসলাম নিজাম বলেন, ‘বর্তমানে আমাদের মাসিক ভাতা ৪ হাজার ৪৬০ টাকা। সরকারি অফিসে কাজ করলেও আমরা উৎসব ভাতা পাই না। আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট কর্মচারী হতে চাই। তাই আমাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রথম আলো বা ডেইলি স্টারে হামলার পক্ষে না: আবরার ফাইয়াজ

ডেইলি স্টার ভবনের আগুন নিয়ন্ত্রণে