হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার রাত ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। ফলে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকেরা আজ রাত ৮টার দিকে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এ কে এম জহিরুল ইসলাম আরও বলেন, বোর্ড বাজার এলাকার কালাই মার্কেট এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে কয়েকজন সাব কন্ট্রাক্টে শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গেছেন। আজ বিকেল থেকে কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হন।

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

পরে ভবনমালিক তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ