হোম > সারা দেশ > ঢাকা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার রাত ৮টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে যান। ফলে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকেরা আজ রাত ৮টার দিকে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এ কে এম জহিরুল ইসলাম আরও বলেন, বোর্ড বাজার এলাকার কালাই মার্কেট এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে কয়েকজন সাব কন্ট্রাক্টে শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গেছেন। আজ বিকেল থেকে কারখানার শ্রমিকেরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হন।

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

পরে ভবনমালিক তালা লাগিয়ে দেওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি