হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের ২৬ শতাংশ জমি নিয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির মগবাজারের ২৬ শতাংশ জমির অধিগ্রহণ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ওই জমিতে উভয় পক্ষের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। 

রোববার শুনানিতে আদালত বলেন, এটা জনস্বার্থে অধিগ্রহণ করা হয়নি, আমরা সেটা দেখব। তবে জমির মালিকানা নিয়ে দাখিল করা আমলনামা সঠিক কি না, সেটাও দেখতে হবে। কেননা, আমলনামা ছাড়া আর কোনো কাগজ তো দেখতে পাচ্ছি না। 

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর মগবাজারে ২৬ দশমিক ৪৪ শতাংশ জমির মূল মালিক বীরেন্দ্র কুমার নাথ। ১৯৪৫ সালে আমলনামামূলে ওই জমি সিরাজ কমান্ডারকে দিয়ে তিনি দেশ ছাড়েন। পরে সিরাজ কমান্ডার তাঁর নামে নামজারি করে খারিজ করে নেন। বসবাস করতে থাকেন পরিবারসহ। সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল এবং খাজনাও পরিশোধ করেন। 

এদিকে ওই জমি অধিগ্রহণ করে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতিকে দিলে ২০১০ সালের শেষের দিকে তাদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই বছরই অধিগ্রহণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিরাজ কমান্ডারের সন্তানেরা। রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে সরকার। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ