হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের ২৬ শতাংশ জমি নিয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির মগবাজারের ২৬ শতাংশ জমির অধিগ্রহণ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ওই জমিতে উভয় পক্ষের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। 

রোববার শুনানিতে আদালত বলেন, এটা জনস্বার্থে অধিগ্রহণ করা হয়নি, আমরা সেটা দেখব। তবে জমির মালিকানা নিয়ে দাখিল করা আমলনামা সঠিক কি না, সেটাও দেখতে হবে। কেননা, আমলনামা ছাড়া আর কোনো কাগজ তো দেখতে পাচ্ছি না। 

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর মগবাজারে ২৬ দশমিক ৪৪ শতাংশ জমির মূল মালিক বীরেন্দ্র কুমার নাথ। ১৯৪৫ সালে আমলনামামূলে ওই জমি সিরাজ কমান্ডারকে দিয়ে তিনি দেশ ছাড়েন। পরে সিরাজ কমান্ডার তাঁর নামে নামজারি করে খারিজ করে নেন। বসবাস করতে থাকেন পরিবারসহ। সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল এবং খাজনাও পরিশোধ করেন। 

এদিকে ওই জমি অধিগ্রহণ করে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতিকে দিলে ২০১০ সালের শেষের দিকে তাদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই বছরই অধিগ্রহণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিরাজ কমান্ডারের সন্তানেরা। রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে সরকার। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির