হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারের ২৬ শতাংশ জমি নিয়ে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির মগবাজারের ২৬ শতাংশ জমির অধিগ্রহণ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ওই জমিতে উভয় পক্ষের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। 

রোববার শুনানিতে আদালত বলেন, এটা জনস্বার্থে অধিগ্রহণ করা হয়নি, আমরা সেটা দেখব। তবে জমির মালিকানা নিয়ে দাখিল করা আমলনামা সঠিক কি না, সেটাও দেখতে হবে। কেননা, আমলনামা ছাড়া আর কোনো কাগজ তো দেখতে পাচ্ছি না। 

মামলা সূত্রে জানা যায়, রাজধানীর মগবাজারে ২৬ দশমিক ৪৪ শতাংশ জমির মূল মালিক বীরেন্দ্র কুমার নাথ। ১৯৪৫ সালে আমলনামামূলে ওই জমি সিরাজ কমান্ডারকে দিয়ে তিনি দেশ ছাড়েন। পরে সিরাজ কমান্ডার তাঁর নামে নামজারি করে খারিজ করে নেন। বসবাস করতে থাকেন পরিবারসহ। সেই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, বিদ্যুৎ বিল, পানির বিল এবং খাজনাও পরিশোধ করেন। 

এদিকে ওই জমি অধিগ্রহণ করে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতিকে দিলে ২০১০ সালের শেষের দিকে তাদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। ওই বছরই অধিগ্রহণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিরাজ কমান্ডারের সন্তানেরা। রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালে হাইকোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে সরকার। 

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ