নিজস্ব প্রতিবেদক
মটরসাইকেল রাইড শেয়ারিং চালু করার দাবিতে বিক্ষোভ করছেন চালকরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মালিবাগে বিক্ষোভ শুরু করেন রাইড চালকরা। এরপর সেখান থেকে প্রেস ক্লাবের উদ্দেশে একটি দল বিক্ষোভ নিয়ে যায়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যে আজ থেকে অর্ধেক যাত্রী নেওয়ার শর্তে শুধু সিটি করপোরেশন এলাকাগুলোতে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে বন্ধই থাকছে মার্কেট, দোকানপাট, রাইড শেয়ারিং।