হোম > সারা দেশ > ঢাকা

টয়লেটে ময়লার ঝুড়িতে ৪ কোটি টাকার সোনা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার ভোর ৫টার দিকে বিমানবন্দরের একটি টয়লেট থেকে এসব সোনা জব্দ করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দুই বান্ডিল সোনা উদ্ধার করা হয়েছে। সেখানে ৪৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা। 

শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনার বারগুলো এয়ারপোর্টের বাইরে নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে। কিন্তু কাস্টমস গোয়েন্দাদের সক্রিয় ভূমিকার কারণে চোরাচালান চক্র তা পারেনি।’ 

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এই শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু