হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কা, চালক নিহত 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত মোটরসাইকেলে অটোরিকশা ধাক্কা দেওয়ায় আশিকুর রহমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় মেরাদিয়া বাজারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছেন। 

মৃত আশিকুর রহমান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এ কে আব্দুল মমিনের ছেলে। তিনি বনশ্রীতে বসবাস করতেন। 

মৃতের ফুপাতো ভাই মো. হেদায়েতুল ইসলাম নয়ন বলেন, আশিকুর মোটরসাইকেল চালিয়ে তাঁর চাচাতো ভাই জাগরিকে নিয়ে ডেমরার দিকে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটি পাশ থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আশিকুর ও জাগরি সড়কে ছিটকে পড়েন। এতে আশিকুর গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, ‘মেরাদিয়া বাজারের সামনে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল চালক মারা গেছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩