হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই আহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজাড়ীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই। ছবি; আজকের পত্রিকা

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে।

আজ বুধবার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোসা সেফালী বেগম (৪৩), মোসা নাসিমা বেগম (৩৫), মোসা শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫)। তারা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক কারবারি ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে গাড়িতে তোলার সময় পরিবারের লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয়। হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীফ আল রাজিব আরও বলেন, পালিয়ে যাওয়া ফরিদ শেখ চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৯টি মামলা রয়েছে। আজ পুলিশের অভিযানে তাঁর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা হবে। পালিয়ে যাওয়া ফরিদ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ