হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরা সারুলিয়ায় মাদ্রাসা ভবনের ছাদ থেকে নিচে পড়ে নাজমুল হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নাজমুল দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নাজমুল হাসান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় গ্রামের মো. মঈনউদ্দিনের ছেলে। মাদ্রাসাতেই থাকত সে।

মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ বলেন, নাজমুল মাদ্রাসার ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানায় নাজমুল আর বেঁচে নেই। ঘটনার পরপরই মাদ্রাসার সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নাজমুল ছয়তলা ছাদের রেলিং বেয়ে নিচে লাফিয়ে পড়ে। 

এ বিষয়ে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে আমরা দেখেছি ছেলেটি ছয় তলার ছাদের নিরাপত্তা বেষ্টনী টপকিয়ে নিচে লাফ দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি হতাশা থেকে আত্মহত্যা করতে পারে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির