হোম > সারা দেশ > ঢাকা

কিস্তিতে পিকআপ কিনে শহরে রাতে ঘুরে ঘুরে চুরি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে বাসাবাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনায় চুরি করে একটি সংঘবদ্ধ দল। কিস্তিতে কেনা হয় পিকআপটি। ওই দলের চারজনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবির) রমনা বিভাগের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামীম (২৭) মো. দিপু (৫০), মো. মনির হোসেন (৫০), ও মো. সোহাগ (৩৬)।   

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের একটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে এই চোরচক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। চক্রটি রাতে পিকআপ নিয়ে ঘুরে ঘুরে চুরি করত। ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা অন্তত ৫০০ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চোর দলকে চিহ্নিত করে। চক্রের সবাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থাকে। 

তারা রাতে চুরি করে আবার নারায়ণগঞ্জে গিয়ে আত্মগোপন করত। এমন কি চুরি করে নেওয়া মালামাল রাখার জন্য তারা গোডাউন ভাড়া করেছিল। আর চুরি করার জন্য কিস্তিতে পিক আপ কিনেছেন দলনেতা শামীম। চুরির টাকার একটি অংশ দিয়ে গাড়ির কিস্তি পরিশোধ করে তারা। 

হারুন অর রশীদ আরও বলেন, ‘এই চক্রের সদস্য নিয়মিত পরিবর্তন হয়। এই চোরের দল অন্তত ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটিয়েছে। দলের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’ 

গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে আরও কোথায় কোথায় চুরি করেছে সেটা জানার চেষ্টা করা হবে। তাদের কাছ থেকে চোরাই মালামাল কারা কেনে সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। 

একই সময় কলাবাগান এলাকায় সাবেক এক বিচারকের বাসায় চুরির ঘটনায় অপর একটি চোরচক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার নাম রত্না ওরফে সিলেটি রত্না। 

এই নারী কাজের কথা বলে বিভিন্ন বাসায় প্রবেশ করে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়ত। একজন সাবেক বিচারকের বাসায় প্রবেশ করে রত্না ৩টি দামি মোবাইল চুরি করে পালিয়ে যান। এই মোবাইল উদ্ধার করতে গিয়ে গোয়েন্দারা আরও ১৯টি মোবাইল উদ্ধার করেছে।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব