হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ডুগাল্ড ফিনলেসন (৬০)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আবাসিক মেরিনো হোটেলের দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান বলেন, ‘খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।’

মো. মামুনুর রহমান আরও জানান, গত রাতেও তিনি খাওয়াদাওয়া করেছেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আজ সকালে তাঁর এক চেনা বন্ধু হোটেলে এসে তাঁকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়া-শব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।

মো. মামুনুর রহমান বলেন, ‘ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’ 

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা