হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হাসপাতালের গেটে ডায়াগনস্টিক–ক্লিনিক কী করে হয়: সাবেক স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশে সরকারি হাসপাতালের পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কী করে হয়? এমন মন্তব্য করেছেন সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। 

জাহিদ মালেক বলেছেন, ‘সরকারি হাসপাতালের সামনে দালাল ভরে থাকে। হাসপাতাল থেকে রোগীদের বের করে ক্লিনিকে নিয়ে যান তারা। এতে রোগীরা বিনা মূল্যে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে। এ ছাড়া যথাসময়ে হাসপাতালে সবাই উপস্থিত থাকেন না। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’ 

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতাল তৈরি করা হয়েছে মানুষের বিনা মূল্যে চিকিৎসার জন্য। কিন্তু আমাদের দেশে সরকারি হাসপাতালের পাশেই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক কি করে হয়? ডায়াগনস্টিক তো হাসপাতালেই ভেতরেই রয়েছে। 

হাসপাতালের সামনে, পাশে যদি ক্লিনিক বা ডায়াগনস্টিক থাকে তাহলে সরকারি হাসপাতালের দরকার কী? এটা সারা বাংলাদেশের চিত্র। চিকিৎসাসেবা নিতে মানুষ কোথায় আসবে হাসপাতালে না কী ক্লিনিকে? এ জন্যই তো হাসপাতালের যন্ত্রপাতি ভালো থাকে না, টেস্ট (স্বাস্থ্য পরীক্ষা) ভালো হয় না।’ 

এ সময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন, পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল