হোম > সারা দেশ > ঢাকা

অন্তঃসত্ত্বা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরছিলেন মা, লেগুনার ধাক্কায় মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে অন্তঃসত্ত্বা মেয়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে ফেরার পথে লেগুনার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম প্রীতি রাণী দাস (৪৫)। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজলা নয়ানগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

প্রীতি রাণীর অন্তঃসত্ত্বা মেয়ে তমা রাণী দে জানান, মা প্রীতি রাণী দাস ও ছেলে প্রতিক চন্দ্র দেকে নিয়ে তিনি বাসার পাশের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পায়ে হেঁটেই তাঁরা বাসায় ফিরছিলেন। রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর লেগুনা তাঁর মাকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে যান মা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামে। বাবা স্বপন চন্দ্র দাস ইট-বালু ব্যবসায়ী। বর্তমানে কাজলা হিন্দুবাড়ি এলাকায় থাকেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, কাজলায় লেগুনার ধাক্কায় এক নারী ঢাকা মেডিকেলে মারা গেছে। ঘটনার পরপরই লেগুনাটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু