হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার অর্ধেক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় সব মিলিয়ে ২১৪৬টি ভোটকেন্দ্র আছে। এসব ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রহমান বলেন, ‘ঢাকা শহরে ২১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে একই স্থানে একটি কেন্দ্র আবার একই স্থানে একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বাইরে টহল পার্টি হিসেবে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবেন।’ 

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করায় নির্বাচন শান্তিপূর্ণ হতে খুব বেশি সমস্যা হবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে অর্ধেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। শহরের মধ্যে অনেক দূরবর্তী কেন্দ্রও রয়েছে যেখানে ট্রলার দিয়ে যেতে হয়। সব বিবেচনা করে আমাদের নিরাপত্তাব্যবস্থা মজবুত বলে মনে করছি।’ 

নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা বিএনপির নাশকতার কোনো তথ্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের বিষয়ে আমি বলব যে, সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে কিছু কিছু গোষ্ঠী রয়েছে তারা নির্বাচনবিরোধী কার্যক্রম ও অপতৎপরতা চালাচ্ছে এবং নাশকতা সৃষ্টি করছে। তাদের রুখে দেওয়ার জন্য পুলিশ রয়েছে। পুলিশের সঙ্গে সাধারণ জনগণ মিলে অপতৎপরতা রুখে দেবে।’ 

এ ছাড়া, ইংরেজি নববর্ষ উদ্‌যাপনে নিষেধাজ্ঞার পরও নগরজুড়ে আতশবাজি ফোটানো হয়েছে এবং বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ভেতর সচেতনতার অভাব রয়েছে। আজ নয়, আমরা এক সপ্তাহ আগে থেকেই প্রচারণা করেছি, আতশবাজি, পটকাবাজি বা ফানুস যেন উড়ানো না হয়। আমাদের প্রচারণার এটা গত কয়েকবারের তুলনায় এবার বড় কোনো ঘটনা ঘটেনি এবং পরিমাণেও অনেক কমেছে।’ 

এ সময় তিনি বলেন, ‘আমি আহ্বান জানাব, ঢাকার সম্মানিত নাগরিক ও অভিভাবকেরা যেন সচেতন থাকেন। তাঁদের সন্তানদের যেন সচেতন করেন, যেন পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা সংঘটিত না হয়।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির