নীলফামারীর ডোমারে মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার ধরনীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলিপ ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময়ে দিলিপ তাঁর বাড়ির সামনে মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দিলিপ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল রানা জানান, মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত (বুধবার সন্ধ্যা ৭টা) পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।