শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগর উপজেলার ষোলঘরে অটো চাপায় মোঃ লাভলু শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকার পাগলনীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। লাভলু প্রাণসান দিঘীপাড় গ্রামের মোঃ সোহেল শেখের পুত্র।
স্থানীয়রা জানায়, দোকানে যাওয়ার সময় রাস্তায় ব্যাটারি চালিত একটি ইজি-বাইক লাভলুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে রাস্তায় লাভলু মারা যায়। ঘটনার পর থেকেই স্থানীয় অটো চালক আলমগীর পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এঘটনায় কোন অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।