হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পরিত্যক্ত ১৯ ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক দুটি স্থান থেকে ১৯টি ককটেল, দুটি চাপাতিসহ একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ককটেলগুলো ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলের একটি ইউনিট বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে। খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ রোববার সকালে উপজেলার উলাইল ইউনিয়নের শিবরামপুর গ্রামের একটি পাটখেত থেকে ৮টি এবং পার্শ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পার্শ্বের খালেক চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন তালগাছের ঝোপ থেকে আরও ১১টি ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসী ও পুলিশ বলছে, স্থানীয় কৃষক আবজাল হোসেন আজ সকালে তাঁর পাটখেতে পরিচর্যা করতে গিয়ে খেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগ খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি বলের মতো বস্তু দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় শিবালয় থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেয়। অপরদিকে, ওই এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি তালগাছের নিচে ঝোপের ভেতরে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের রেখে যাওয়া ব্যাগ থেকে ১১টি ও অপর জায়গায় আরও ৮টি ককটেল পাওয়া যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি চাপাতিসহ একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয় টিমের একটি ইউনিট খোলা মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে—নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো এখানে রেখেছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট