হোম > সারা দেশ > ঢাকা

জঙ্গল থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত ভবনের পাশের জঙ্গল থেকে পারভিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওড়না দিয়ে নারীর মুখ বাঁধা ও শরীর চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। 

মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে নলাম ফুলেরটেক এলাকার জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান। তিনি বলেন, নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা এবং শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা। প্রায় অর্ধনগ্ন অবস্থা পড়ে ছিল মরদেহ। নিহতের মুখে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা গ্রাম থেকে আসলে থানায় মামলা করবেন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফি উদ্দিন বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে নলাম ফুলেরটেক এলাকায় আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশে লাশের গন্ধ বের হওয়ার খবরে ঘটনাস্থলে যাই। পরে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানাই। আমরা যত দূর জানি দীর্ঘদিন এই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পরে আছে।’ 

নিহত পারভীন আক্তার লক্ষীপুর জেলা সদরের ঘনে শ্যামপুর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। বর্তমান আশুলিয়ার নবীনগর এলাকায় থাকতেন। 

ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপপরিদর্শক ইমরান আহমেদ বলেন, রাতেই নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। বিবস্ত্র অবস্থায় তাঁকে পাওয়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার আগে ধর্ষণ করা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে অপরাধীদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’