হোম > সারা দেশ > ঢাকা

‘ঘুমের ওষুধ খেয়ে’ গৃহবধূর আত্মহত্যা, মরদেহ নিয়ে হাসপাতালে স্বামী

ঢামেক প্রতিবেদক

রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন বলে দাবি করেছেন তাঁর স্বামী। তবে কী কারণে তাঁর স্ত্রী এই ওষুধ খেয়েছেন, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।

আজ বুধবার ভোরের দিকে আদাবর ৫ নম্বর রোডের সি ব্লকের বাসায় ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূর নাম ইপসিতা নাগ (২৮)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল থানার সৈদামপুর গ্রামের পীযূষ নাগের মেয়ে। তাঁর স্বামী বিপ্লব সরকার। পেশায় প্রাইভেট কারচালক।

হাসপাতালে আসা গৃহবধূর স্বামী বিপ্লব সরকার জানান, তাঁরা আদাবর চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকেন। তিনি নিজে বাড়ায় প্রাইভেট কার চালান। তাঁর স্ত্রী ইপসিতা নাগ গৃহিণী।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে পাশাপাশি দুই রুমে দুজন ছিলাম। ভোরে আমার স্ত্রী মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানায় সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছুই জানাতে পারে নাই স্বজনেরা।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন