হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি-জামায়াতের ৪১৬ জন কারাগারে, রিমান্ডে ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৪১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আর নয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ৪১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং হাতিরঝিল থানার এক মামলায় ৯ জনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। 

আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়। 

ঢাকা মহানগর এলাকার বিভিন্ন থানায় পুরোনো ও নতুন বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪২৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে।

আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ৩৮ জন, শাহবাগ ৯, রমনা ২, খিলখেত ৩, ক্যান্টনমেন্ট ৩, কাফরুল ৪১, ভাষানটেক ১৮, পল্লবী ৬২, রূপনগর ১৫, মতিঝিল ৫০, পল্টন ৫২,  শাহজাহানপুর ১, যাত্রাবাড়ী ১৫, ডেমরা ১৬, কদমতলী ৭, শ্যামপুর ৫, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৭, বংশাল ৩, বনানী ১৩, গুলশান ৮, খিলখেত ৬, খিলগাঁও ৭, মুগদা থানায় ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। 

সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা প্রত্যেকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ভিন্ন ভিন্ন আদালত নিয়মিত মামলায় গ্রেপ্তার ৩৮৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাতিরঝিল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় ৯ জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার আরও ৩০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট