হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে পরোয়ানা 

মানিকগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন। 

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে। 

বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’ 

এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’ 

সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে