হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ১ 

প্রতিনিধি, ঢামেক

রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন শ্রী হরিচরণ (৪৬) নামে আরেক ব্যক্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে ফয়সালকে মৃত ঘোষণা করেন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফয়সাল। একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন তিনি। 

বাড্ডা থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রাতে বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ওই দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

তিনি জানান, নিহত ফয়সাল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করতেন। তবে ঢাকার কোন জায়গায় থাকতেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আর আহত হরিচরণ একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা, ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদলের বিক্ষোভ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল