হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

কদমতলী (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ফারহানা আক্তার শিল্পী (৪৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হাজীনগরের বিক্রমপুর টাওয়ারের সেবা ক্লিনিকের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ডেমরা থানা-পুলিশ। তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনুমানিক গত ২ দিন ধরে ফারহানা তাঁর ফ্ল্যাটের দরজা খোলেননি। এ ঘটনায় ওই ভবনের দায়িত্বে থাকা ব্যক্তি ও মালিক পুলিশকে খবর দেন। পরে তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই চিকিৎসককে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা সঙ্গে কথা বলে জানা যায়, ফারহানা আক্তার শিল্পী ওই ভবনের ভাড়াটিয়া। তিনি বরিশালের কোতোয়ালি থানার আলেফডাঙ্গা পলিটেকনিক্যাল রোডের মৃত আবু জাফর হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীর নাম আনোয়ার হোসেন। তিনি ফ্ল্যাটে একা থাকতেন। তাঁর স্বামী আরেকটি বিয়ে করে আলাদা থাকেন। একাদশ শ্রেণিতে পড়ুয়া তাঁর ছেলে মগবাজারে বাবার সঙ্গে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের ভিত্তিতে এ মৃত্যুর আসল রহস্য জানা যাবে। ওই নারীর ভাই এসেছেন। আর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান