হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ময়লার স্তূপে বস্তাবন্দী শিশুর লাশ, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম রোজা মনি (৫)। নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুর গ্রামের প্রবাসী নূরে আলমের মেয়ে সে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল ষষ্ঠ।

গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল রোজা মনি। পরিবারের সঙ্গে রাজধানীর তেজকুনিপাড়ার একটি ভাড়া বাসায় থাকত সে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, মরদেহের বুকের বাঁ পাশে ফোসকার মতো দাগ এবং গলার পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল থেকে রোজা মনি নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিংও করে।

এদিকে শিশুর লাশ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা বিজয় সরণি থেকে সাতরাস্তা যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে