হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ময়লার স্তূপে বস্তাবন্দী শিশুর লাশ, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম রোজা মনি (৫)। নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুর গ্রামের প্রবাসী নূরে আলমের মেয়ে সে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল ষষ্ঠ।

গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল রোজা মনি। পরিবারের সঙ্গে রাজধানীর তেজকুনিপাড়ার একটি ভাড়া বাসায় থাকত সে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, মরদেহের বুকের বাঁ পাশে ফোসকার মতো দাগ এবং গলার পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল থেকে রোজা মনি নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিংও করে।

এদিকে শিশুর লাশ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা বিজয় সরণি থেকে সাতরাস্তা যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন