হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ময়লার স্তূপে বস্তাবন্দী শিশুর লাশ, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম রোজা মনি (৫)। নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুর গ্রামের প্রবাসী নূরে আলমের মেয়ে সে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল ষষ্ঠ।

গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল রোজা মনি। পরিবারের সঙ্গে রাজধানীর তেজকুনিপাড়ার একটি ভাড়া বাসায় থাকত সে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, মরদেহের বুকের বাঁ পাশে ফোসকার মতো দাগ এবং গলার পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল থেকে রোজা মনি নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিংও করে।

এদিকে শিশুর লাশ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা বিজয় সরণি থেকে সাতরাস্তা যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন