হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি ঘোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে কিছু কিছু জায়গায় পরিস্থিতি অস্থিতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া কর্মীদের উদ্দেশে বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্য পরিস্থিতি অস্থিতিশীল করা চেষ্টা বলেও ধারণা তাঁর।

আজ শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে না। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে অস্থিরতা তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।’ ময়মনসিংহে আগের রাতে সমাবেশস্থলে নেতা-কর্মীদের সশস্ত্র পাহারার সমালোচনা করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসে। আমরা লক্ষ করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। আমরা তাদের বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের রাজনৈতিক কর্মসূচি পালন করেন, সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনগতভাবে সিদ্ধ নয়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা তাঁদের (বিএনপি) মেনে চলতে হবে। তাঁরা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদেরও করার কিছু আছে।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের (বিএনপির নেতা-কর্মীদের) পাশেই থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা যেন কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হন।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’