হোম > সারা দেশ > মাদারীপুর

সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন শিবচরের সড়ক-মহাসড়ক, কমেছে যানবাহন চলাচল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 

দিনের দীর্ঘ সময় পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক। ছবি: আজকের পত্রিকা

দিনের দীর্ঘ সময় পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকায় যানবাহন চলাচলে ছিল ধীর গতি। কুয়াশার কারণে স্বল্প দূরত্বেও দিক নির্ণয় করতে কষ্ট হওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহনগুলো। আজ শনিবার ভোর থেকে পৌনে ৮টা পর্যন্ত শিবচরের এক্সপ্রেসওয়ে ও আঞ্চলিক সড়কের চিত্র ছিল এমনই।

গত কয়েক দিন ধরেই ভোররাতের দিকে ঘন কুয়াশা পড়ছে। সকাল ৭-৮টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে মহাসড়কসহ এই এলাকার চারপাশ। এদিকে কুয়াশার কারণে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচল করছে ধীরগতিতে। ভোরের দিকে যানবাহন চলাচলও বেশ সীমিত রয়েছে। এ ছাড়া স্বল্প দূরত্বের ছোট যানবাহনগুলো কুয়াশার কারণে ভোরের দিকে চলাচল কমিয়ে দিয়েছে।

কুয়াশার কারণে গত বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবহন চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভোরে গাড়ি চালাতে খুবই সতর্কতা মেনে চলতে হয়। সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে সড়কে চলতে হয়।

ট্রাকচালক মো. রুবেল নামে এক ব্যক্তি বলেন, ‘ভোরে এখন সড়কে যানবাহন কম। আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। গত কয়েক দিন ধরেই বেশ কুয়াশা পড়ছে।’

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহুরুল ইসলাম বলেন, ‘ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট