হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের গুলিতে আহত সাংবাদিক হাসান মেহেদী মারা গেছেন। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি দেড় মিনিটে একটি করে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ৩৮টি অ্যাম্বুলেন্স ঢামেকে ঢুকেছে। 

এ দিকে আন্দোলনে আহত হয়ে ঢামেকে আসা চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার আহত হয়ে আসা ইমরান নামের এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন। এ ছাড়াও কদমতলীতে সংঘর্ষে আহত হয়ে আসা নাজমুল (২৮), আজিমপুর থেকে ১৮ বছর বয়সী এক যুবক এবং যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় আসা একজন অজ্ঞাতপরিচয় রিকশাচালক মারা গেছেন। এই চারজনের মরদেহ ঢামেক মর্গে রয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহত হয়ে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১২০ জন। 

জরুরি বিভাগের চিকিৎসকেরা আজকের পত্রিকাকে জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১২০ জন আহত অবস্থায় ঢামেকে আসেন। এদের বেশির ভাগই ছররা গুলিতে আহত। আহতদের মধ্যে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিনও রয়েছেন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। রামপুরা, শনির আখড়া, দনিয়া, মিরপুর থেকে হাসপাতালে আসেন তাঁরা। ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’