হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনটেইনার পড়ে এবার শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্রেন থেকে কনটেইনার পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনিসংলগ্ন বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম শামীম মিয়া (৩৯)। নরসিংদীর রায়পুরায় উপজেলার সদাঘরকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে। এ ঘটনায় আজহারুল ইসলাম সোহাগ নামে ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া রেল কলোনিসংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে একটি কনটেইনার ক্রেনের মাধ্যমে অন্যত্র সরানোর সময় সেটি পড়ে যায়। এ সময় এর নিচে থাকা শ্রমিক শামীম মিয়া চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন। 

এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের পাশে দিলু রোড এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে নিহতের বোন মনোয়ারা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ