হোম > সারা দেশ > ঢাকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনটেইনার পড়ে এবার শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তেজগাঁও এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্রেন থেকে কনটেইনার পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনিসংলগ্ন বিজয় সরণি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম শামীম মিয়া (৩৯)। নরসিংদীর রায়পুরায় উপজেলার সদাঘরকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে। এ ঘটনায় আজহারুল ইসলাম সোহাগ নামে ক্রেন অপারেটরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, তেজগাঁও থানাধীন তেজকুনীপাড়া রেল কলোনিসংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে একটি কনটেইনার ক্রেনের মাধ্যমে অন্যত্র সরানোর সময় সেটি পড়ে যায়। এ সময় এর নিচে থাকা শ্রমিক শামীম মিয়া চাপা পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহত শ্রমিককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন। 

এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ের পাশে দিলু রোড এলাকায় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মই পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৫০)। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে নিহতের বোন মনোয়ারা বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু