হোম > সারা দেশ > ঢাকা

মাছ কাটা নিয়ে ঝগড়া, গায়ে আগুন দিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদা আক্তার নামের এক গৃহবধূ মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জে মাছ কাটা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্বামীর ওপরে অভিমান করে নিজের গায়ে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় তাঁর পরিবার। আজ সোমবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার একটি টিনশেড বাসায় নিজের গায়ে আগুন দেন ওই নারী। ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গৃহবধূর স্বামী পারভেজ খান জানান, তিনি লঞ্চের লস্কর হিসেবে চাকরি করেন আর তাঁর স্ত্রী ফাহমিদা পোশাক কারখানার শ্রমিক। এক বছর আগে তাঁদের বিয়ে হয়। রোববার বিকেলে বাজার থেকে মাছ আনার পর মাছ কাটা নিয়ে স্ত্রীর সঙ্গে তর্ক হয়। এ সময় স্ত্রীকে একটি থাপ্পড় দেন তিনি। এর কিছুক্ষণ পর ফাহমিদা রান্নাঘর থেকে কেরোসিন এনে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। পারভেজ আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁর শরীর ঝলসে যায়। পরে দ্রুত তাঁকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন তিনি। 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বলেন, ‘ওই নারীর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন