হোম > সারা দেশ > নরসিংদী

কিশোরীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় এক কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার যুবক নূর মোহাম্মদ শুক্কুরকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। ওই রাতে উপজেলায় দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।

এজাহার সূত্রে জানা যায়, কিশোরী ও তার বান্ধবীসহ (১২) কয়েকজন আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। এ সময় নুর মোহাম্মদ ওই কিশোরী ও তার বান্ধবীকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে তাদের দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয় ওই কিশোরীর বান্ধবী। পরে স্থানীদের সহায়তায় ভোরে ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষকের স্ত্রী ও মা বিষয়টি নিয়ে বাড়িতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেন। ধর্ষকের বিচার চাই।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান বলেন, এ ঘটনায় মামলার পর দ্রুত যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫