হোম > সারা দেশ > ঢাকা

খুচরা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে দ্রুত বিকাশমান খুচরা খাতে এরই মধ্যে ৬০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সামনের বছরগুলোয় সুবিধাবঞ্চিত তরুণ, বিশেষ করে নারীদের জন্য এই খাতে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির বিশাল সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের খুচরা খাতে যুব কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি বিষয়ে গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

খুচরা বিক্রয় খাতে প্রশিক্ষণের পক্ষে অ্যাডভোকেসি করা, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনাকে উৎসাহিত করা এবং নারী ও প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি নিয়ে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। 

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বলেন, খুচরা খাতে নারীদের প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন। এ বিষয়ে পর্যাপ্ত প্রচার নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

আলোচনায় অংশ নেন আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সুপারশপ স্বপ্নের বাণিজ্যবিষয়ক পরিচালক সাব্বির তানভির সোহেল খান, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা জামান, মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের হেড অব অপারেশনস আজিজা আহমেদ, আমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হক, ব্র্যাকের পরিচালক মারিয়া হক প্রমুখ।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল