হোম > সারা দেশ > ঢাকা

সাংসদ টুকু নির্বাচনী এলাকা ছেড়েছেন কি না, ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সাংসদ হিসেবে অবস্থান না করতে রিটার্নিং অফিসারের দেওয়া চিঠি কার্যকর হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাতেনের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

বেড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন টুকুর ভাই আবদুল বাতেন। নির্বাচনে রয়েছেন ভাইয়ের মেয়ে সাদিয়া ইসলামও। বাতেন বর্তমানে বেড়া পৌরসভার মেয়র। সাদিয়া ইসলাম শামসুল হকের বড় ভাই বদিউল আলমের মেয়ে। একই পরিবারের তিনজন মেয়র পদপ্রার্থী হওয়ায় বেড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। আর নিজের সন্তানকে ভোটে জেতানোর জন্য প্রতিপক্ষের নেতা-কর্মীদের হুমকি ও এলাকাছাড়া করার অভিযোগও উঠেছে।

সাংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বৈধতা নিয়ে রিট করেন স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন। রিট আবেদনকারীর আইনজীবী খুরশীদ আলম খান বলেন, রিটার্নিং অফিসার সাংসদ শামসুল হক টুকুকে নোটিশ দিয়েছেন। ওই চিঠি কতটুকু প্রতিপালিত হচ্ছে তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার আবার মামলাটি কার্যতালিকায় আসবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট