হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মো. ইসমাইল (২০) ও নাসরিন আক্তার কাজল (১৮)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. আলী। তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, বুধবার রাতে ওই দম্পতির বাসার বারান্দা থেকে কিছু একটা জিনিস বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে ইসমাইল একটি লাঠি বা পাইপের সাহায্যে সেটি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী নাসরিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘দম্পতির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন