হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মো. ইসমাইল (২০) ও নাসরিন আক্তার কাজল (১৮)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. আলী। তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, বুধবার রাতে ওই দম্পতির বাসার বারান্দা থেকে কিছু একটা জিনিস বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে ইসমাইল একটি লাঠি বা পাইপের সাহায্যে সেটি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী নাসরিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘দম্পতির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট