হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মো. ইসমাইল (২০) ও নাসরিন আক্তার কাজল (১৮)। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তাঁর বাবার নাম মো. আলী। তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে ইসমাইল ও নাসরিনের বিয়ে হয়।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, বুধবার রাতে ওই দম্পতির বাসার বারান্দা থেকে কিছু একটা জিনিস বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে ইসমাইল একটি লাঠি বা পাইপের সাহায্যে সেটি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী নাসরিনও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘দম্পতির মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু