হোম > সারা দেশ > ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ১৮ শিল্পী অসুস্থ হওয়ার ঘটনায় নিন্দা জানাল উদীচী

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী চলাকালে ১৮ শিল্পী অসুস্থ হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আজ মঙ্গলবার উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। 

নেতারা বলেন, সংস্কৃতিকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। 

নেতারা জানান, সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দিন আহমদের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’–এর মঞ্চায়ন চলছিল। নাটক চলার সময়ই শরীরে চুলকানিসহ নানা ধরনের অস্বস্তি অনুভব করেন শিল্পীরা। তারপরও অভিনয় চালিয়ে গিয়ে নাটকের মঞ্চায়ন শেষ করেন তাঁরা। তবে নাটক শেষ হওয়ার পরই তাঁদের অস্বস্তি চরমে ওঠে এবং অন্তত ১৮ নাট্যশিল্পী অসুস্থ হয়ে পড়েন। 

তাঁরা আরও বলেন, তাঁদেরকে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। নাট্যকর্মীদের ব্যবহৃত পোশাক বা কস্টিউমে কোনো ধরনের রাসায়নিক বা বিষাক্ত পাউডার ঢেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এর আগে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে নেতারা বলেন, এর আগেও শিল্পকলা একাডেমির মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের ওপর হামলা করা, সংস্কৃতিকর্মীদের  ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। সোমবারের হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী।

নাট্যকর্মীদের ওপর রাসায়নিক প্রয়োগের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধা দিতে চায়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট