হোম > সারা দেশ > ঢাকা

সড়ক ব্যবস্থাপনায় চালকদের শৃঙ্খলায় আনার তাগিদ

আজকের পত্রিকা ডেস্ক­

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বক্তব্য রাখেন। ছবি: আজকের পত্রিকা

সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সারা দেশের সব যানবাহনের চালকদের শৃঙ্খলায় আনতে হবে। এ জন্য গাড়িচালকদের ন্যায্য মর্যাদা, কর্মঘণ্টা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘যানজট নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অভিমত দেন বক্তারা।

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘সড়ক প্রশস্ত হলেই যানজট নিরসন হবে না। যানজট নিরসনে চাই শৃঙ্খলা। রাস্তার ওপর থেকে প্রতিবন্ধকতা তুলে দিতে খুব বেশি টাকার প্রয়োজন নেই। মানুষ হিসেবে একজন চালকের ন্যায্য অধিকার দিতে হবে। এ জন্য চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। কর্মঘণ্টা সঠিকভাবে নির্ধারণ করতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মো. মাহবুব হোসেন সোহেল সব চালকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে প্রতিটি এলাকায় এগিয়ে আসুন। আপনাদের আঞ্চলিক ব্যানার বা সেক্টরওয়াইজ ব্যানারে কাজ করুন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোয় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একজন কর্মী হিসেবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি।’

সভায় আরও বক্তব্য দেন—অ্যালায়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ড্রাইভার অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলতাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ নাজমুল হাসান প্রমুখ।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার