হোম > সারা দেশ > ঢাকা

কথা না রাখায় কেয়ার মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত রাজধানীর কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছেন। বর্তমানে সেখানে পুলিশও অবস্থান করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর কলেজগেটে অবস্থিত কলেজটির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় তিন সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে কলেজটির প্রায় দেড়শ শিক্ষার্থী। আন্দোলন চলা অবস্থায় গত সপ্তাহে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে আলোচনায় বসে বৃহস্পতিবার (২৫ আগস্ট) দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি প্রতিষ্ঠানটি। 

আন্দোলনরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিলভিয়া মীম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে আমরা আন্দোলন করছি। স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছি কিন্তু কোনো সমাধান তাঁরা এখনো করেনি। গত সপ্তাহে পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে দাবি মেনে পেপারে স্বাক্ষর দেওয়ার কথা জানান কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. পারভিন ফাতেমা। পরে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু বৃহস্পতিবার পুলিশ জানায় চেয়ারম্যান আর তাদের কাছে যাননি। ফলে আমরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হই।’

এ শিক্ষার্থী বলেন, ‘সকালে মানববন্ধন করে জানতে পারি, চেয়ারম্যান কলেজে আছেন। পরে সন্ধ্যা থেকে এখানে অবস্থান নিয়েছি। উনি (চেয়ারম্যান) ভেতরে দরজা লক করে বসে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না।’

এর আগে একই দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, নীতিমালা ও অবকাঠামো না থাকার পরও এ কলেজে তাঁদের ভর্তি নেওয়া হয়েছে। বর্তমানে কলেজটিতে বিভিন্ন বর্ষের মোট ১৪২ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে ২০১৭-১৮ বর্ষের ৫০ জন, ২০১৮-১৯ এর ৫ জন, ২০১৯-২০ এর ৪৯ জন এবং ২০২০-২১ সেশনের ৩৮ জন শিক্ষার্থী রয়েছেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে