হোম > সারা দেশ > গাজীপুর

ট্রাকের হঠাৎ হর্ন, আঁতকে উঠে খালে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

গাজীপুর প্রতিনিধি

হেঁটে খাল পার হচ্ছিলেন আরিফুর রহমান (২০)। কানের কাছে হঠাৎ বেজে ওঠে ট্রাকের হাইড্রোলিক হর্ন। আঁতকে উঠে লাফ দেন তিনি। তলিয়ে যান গভীর পানিতে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাইল এলাকার খালে নিখোঁজ হন আরিফুর রহমান দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

আরিফুর রহমান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলেব উদ্দিনের ছেলে। বাবা-মায়ের সঙ্গে পাইনশাইল এলাকায় বসবাস করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, আরিফুর রহমান সকালে পাইনশাইল এলাকায় কম পানি থাকা অংশ দিয়ে হেঁটে খাল পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাকও ওই খাল পার হচ্ছিল। হঠাৎ হর্ন দেন ট্রাক চালক। আঁতকে উঠে খালের বেশি পানি থাকা অংশে ঝাঁপ দেন তিনি। সঙ্গে সঙ্গে তলিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে আরিফুরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন