হোম > সারা দেশ > ঢাকা

১৬ বছরের বেশি কেউ বাড়ি ছাড়লে পুলিশকে জানান: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ষোলো বছরের বেশি কোনো  ব্যক্তি বাসা হতে নিখোঁজ হয়েছে এমন তথ্য পাওয়া গেলে কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণের পর উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘১৬ বছরের বেশি কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন কোনো  তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত সকল তথ্য পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে। যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানাতে হবে।’ 

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে  ডিএমপি কমিশনার বলেন, ‘দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’   

আফগানিস্তানে চলমান পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে জানিয়ে গত মঙ্গলবার জনসাধারণের উদ্দেশে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘আপনাদের কারও সন্তান কিংবা ছাত্র হঠাৎ করে বাড়ি থেকে চলে গেলে তার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করুন।’    

 মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘এই ঢেউ উপমহাদেশসহ সব দেশেই লাগবে। তাই এ ব্যাপারে অভিভাবক ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রত্যেকের সহযোগিতা করা উচিত।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট