হোম > সারা দেশ > টাঙ্গাইল

মধুপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক শামীমের (৪৫) মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

সংবাদপত্রের বিপণনকর্মী মো. আব্দুল হাকিম জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি বাস ও ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আরেকটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে। 

মধুপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় উভয় বাসের ২৫ জন যাত্রীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উদ্ধার শুরুর আগেও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তারাও কয়েকজনকে চিকিৎসাকেন্দ্রে পাঠিয়েছেন। 

মধুপুরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ২৭ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীমের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি মধুপুর শাখার সাধারণ সম্পাদক বাবুরাজ বলেন, প্রান্তিক বাসের চালক আহত শামীমকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইছাপুর এলাকায়ই তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন