ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিবৃষ্টির ফলে নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর অনেক সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। সড়কগুলো থেকে পানি নিষ্কাশন ও ভেঙে পড়া গাছ অপসারণে রাত থেকে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মীরা।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়া ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নির্দেশে কুইক রেসপন্স টিম যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করতে কাজ করছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।