হোম > সারা দেশ > ঢাকা

মডেল পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মাদকের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মিশুর দখল থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মিশু স্বীকার করেন পিয়াসার নির্দেশেই এই ইয়াবা সংগ্রহ করেছিলেন। 

গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে ৬শ পিস ইয়াবা এবং রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ফ্রিজ থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়। 

এরপর গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশু ও পিয়াসার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’