হোম > সারা দেশ > ঢাকা

মডেল পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুল আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও তাঁর সহযোগী মিশুর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মাদকের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেন। 

অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মিশুর দখল থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মিশু স্বীকার করেন পিয়াসার নির্দেশেই এই ইয়াবা সংগ্রহ করেছিলেন। 

গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসাকে আটক করা হয়। এ সময় পিয়াসার ঘরের টেবিল থেকে ৬শ পিস ইয়াবা এবং রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ফ্রিজ থেকে সিসা তৈরির কাঁচামাল ও বেশ কয়েকটি ই-সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় ২ আগস্ট মামলা হয়। 

এরপর গত ৪ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পিয়াসার সহযোগী মিশুকে আটক করা হয়। মিশুর কাছ থেকে সাত হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মিশু ও পিয়াসার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মিশুর সঙ্গে গ্রেপ্তার জিসানকে নিয়ে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আরও ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই মামলায়ও পিয়াসাকে আসামি করা হয়। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল