হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জ অগ্নিকাণ্ড: ভবনে আটকা মেয়ে, মায়ের আহাজারি

রবিউল আলম

ডিউটি শেষ করে রাত আটটায় বাসায় ফিরে রাতের খাবার রান্না করার কথা ছিল ১৪ বছর বয়সী মাহমুদার। রাতে বাসায় ফিরে রান্না করবো মাকে এ কথা বলেই সে সকালে বাসা থেকে বেরিয়েছিল। কিন্তু মাহমুদা এখনো ফেরেনি। রূপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সে এখনো ভেতরে আটকা আছে। মেয়েকে ফিরে পেতে অপেক্ষা করছেন মা আমেনা বেগম।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মাহমুদার আত্মীয়রা। কিন্তু কোথাও তাঁরা মাহমুদার খোঁজ পাননি।

হাসপাতাল থেকে ফিরে মাহমুদার নানা নজরুল ইসলাম জানান, আহত এবং নিহতের তালিকার কোথাও মাহমুদার নাম নেই।

মেয়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মাহমুদার মা আমেনা বেগম। ঘটনাস্থলের সামনেই পরিবার নিয়ে থাকতেন। নিজ বাসার সামনেই রাস্তায় বসে মেয়ের অপেক্ষায় আহাজারি করছেন তিনি।

আমেনা বেগমের এক প্রতিবেশী লালু মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'আমেনার কোনো ছেলে নেই। দুই বছর আগে ধার-দেনা করে বড় মেয়ের বিয়ে দেন। সংসারের খরচ জোগাতে ১৪ বছর বয়সী মাহমুদাকে নামতে হয় কাজে। আমেনা নিজেও ওই কারখানাতেই কাজ করে। আমেনার রাত ১০টা থেকে ডিউটি শুরু হওয়ার কথা ছিল।'

আমেনা বেগম আজকের পত্রিকাকে জানান, সেজানের টুইস্ট (বিস্কুট) বিভাগের দ্বিতীয় তলায় কাজ করতেন মাহমুদা।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক