হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জ অগ্নিকাণ্ড: ভবনে আটকা মেয়ে, মায়ের আহাজারি

রবিউল আলম

ডিউটি শেষ করে রাত আটটায় বাসায় ফিরে রাতের খাবার রান্না করার কথা ছিল ১৪ বছর বয়সী মাহমুদার। রাতে বাসায় ফিরে রান্না করবো মাকে এ কথা বলেই সে সকালে বাসা থেকে বেরিয়েছিল। কিন্তু মাহমুদা এখনো ফেরেনি। রূপগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সে এখনো ভেতরে আটকা আছে। মেয়েকে ফিরে পেতে অপেক্ষা করছেন মা আমেনা বেগম।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান মাহমুদার আত্মীয়রা। কিন্তু কোথাও তাঁরা মাহমুদার খোঁজ পাননি।

হাসপাতাল থেকে ফিরে মাহমুদার নানা নজরুল ইসলাম জানান, আহত এবং নিহতের তালিকার কোথাও মাহমুদার নাম নেই।

মেয়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মাহমুদার মা আমেনা বেগম। ঘটনাস্থলের সামনেই পরিবার নিয়ে থাকতেন। নিজ বাসার সামনেই রাস্তায় বসে মেয়ের অপেক্ষায় আহাজারি করছেন তিনি।

আমেনা বেগমের এক প্রতিবেশী লালু মিয়া আজকের পত্রিকাকে বলেন, 'আমেনার কোনো ছেলে নেই। দুই বছর আগে ধার-দেনা করে বড় মেয়ের বিয়ে দেন। সংসারের খরচ জোগাতে ১৪ বছর বয়সী মাহমুদাকে নামতে হয় কাজে। আমেনা নিজেও ওই কারখানাতেই কাজ করে। আমেনার রাত ১০টা থেকে ডিউটি শুরু হওয়ার কথা ছিল।'

আমেনা বেগম আজকের পত্রিকাকে জানান, সেজানের টুইস্ট (বিস্কুট) বিভাগের দ্বিতীয় তলায় কাজ করতেন মাহমুদা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট