হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির পশুর বর্জ্য সরাবে ঢাকার দুই সিটির ২১ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’ 

এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক