হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির পশুর বর্জ্য সরাবে ঢাকার দুই সিটির ২১ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’ 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’ 

এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু