রাজধানীর উত্তরায় ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবদুল্লাহ (২১) ও মো. রফিক (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর থেকে সোমবার সন্ধ্যায় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে আব্দুল্লাহ ও রফিকের পকেট থেকে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা ট্যাবলেটগুলো কালো স্কচটেপ পেঁচিয়ে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।
ওসি জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদেরকে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।