হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে যুবকের পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।

ওসি জানান, সকালে খবর পাওয়া যায়, মিল্লাত ক্যাম্প এলাকায় একটি রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করা হয়। নিহত যুবক শার্ট ও জিনস প্যান্ট পরিহিত ছিলেন। পা ছিল গামছায় বাঁধা। গলা ছিল কাটা ও রক্তাক্ত। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

শফিউল ইসলাম বলেন, নিহত পেপার সানির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকসহ ছয়-সাতটি মামলা রয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত সানি অটোরিকশা চালাতেন। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা গত রমজান মাসেও তাঁর ওপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট