হোম > সারা দেশ > মানিকগঞ্জ

নাতিনের ঘরে নাতিনের দেখা পেয়েছেন সখিনা, এবার অপেক্ষা পরের প্রজন্মের

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

সখিনা বেগম (৮৪) নাতিনের ঘরে নাতিনের দেখা পেয়েছেন। এবার তাঁর অপেক্ষা ষষ্ঠ প্রজন্মের দেখা পাওয়ার। সখিনা বেগমের সন্তান, নাতি-নাতনি ও তাঁদের সন্তানের সংখ্যা দেড় শতাধিক। আজ শুক্রবার পারিবারিক এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন তাঁরা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের বাড়িতে বসেছিল পারিবারিক এই মিলনমেলা।

ওই বাড়িতে গিয়ে আজ দেখা গেছে, বয়সের ভারে কিছুটা ন্যুব্জ হয়ে এলেও মনের শক্তি ও আত্মবিশ্বাসের জোরে এখনো সচল সখিনা বেগম। পাশেই বসা তাঁর মেয়ে ৬৭ বছরের খোদেজা খাতুন। এরপর রয়েছেন খোদেজার মেয়ে আমেনা খাতুন (৫০), আমেনার ছেলে ওয়ালিদ (৩২), ওয়ালিদের কোলে বসা পাঁচ বছর বয়সী ছেলে আদিয়ান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে ১৫ বছর বয়সে সখিনা বেগমের বিয়ে হয় তালুকনগর গ্রামের খোরশেদ আলমের সঙ্গে। ১৭ বছরে মা হন সখিনা। তাঁর বড় মেয়ে খোদেজার বিয়ে হয় ১৬ বছর বয়সে, রাথুরা গ্রামের লিয়াকত আলী খানের সঙ্গে। তাঁদের ঘরে জন্ম নেয় সাত সন্তান। বড় মেয়ে আমেনা খানমের বিয়ে হয় ১৯৮৮ সালে জাহাঙ্গীর আলমের সঙ্গে। আমেনার বড় ছেলে ওয়ালিদ জাহান আকাশ ঘর বাঁধেন আফরোজার সঙ্গে। তাঁদের চার সন্তানের বড় ছেলে আদিয়ান এবার স্কুলে ভর্তি হয়েছে।

স্বামী খোরশেদ আলমের মৃত্যুর পর থেকে সখিনা বেগম তাঁর মেয়ে খোদেজার স্বামীর বাড়িতেই থাকছেন। খোদেজার বড় মেয়ে আমেনার স্বামীও মারা যান। আমেনাও তাঁর বাবার বাড়িতে থাকেন।

প্রবীণ সখিনা বেগম বলেন, ‘যাঁদের দেখে বড় হয়েছি, সমবয়সী কিংবা অনেক ছোট আপনজনের অনেকেই আর বেঁচে নেই। আল্লাহর রহমতে আমি আজও সচল। স্বচ্ছন্দেই হাঁটাচলা করি, নামাজ পড়ি। পরিবার-পরিজন নিয়ে ভালো আছি। নাতনিরও নাতি দেখলাম। এদের সঙ্গে ফেলে আসা শৈশব-কৈশোরের গল্প করি। একসঙ্গে হাসি-কাঁদি। কখন যেন ভেঙে যায় সাজানো এই মেলা।’

এ পরিবারের দ্বিতীয় প্রজন্ম খোদেজা খানম বলেন, ‘আমার মা এখনো কানে শোনেন। দূরে হেঁটে যেতে পারেন। চশমা ছাড়াই ভালো দেখেন। আমি খুব সৌভাগ্যবান যে আজও আমি আমার মা, আমার মেয়ে, নাতনি নিয়ে আনন্দে দিন কাটাতে পারছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

চতুর্থ প্রজন্মের ওয়ালিদ জাহান বলেন, ‘মানুষ তো স্মৃতি নিয়ে বেঁচে থাকে। স্মৃতির মধ্যে বসবাস করে। আমরা পাঁচ প্রজন্মের এই মিলনমেলা আল্লাহ যেন আরও দীর্ঘ করেন।’

প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘এমন পরিবার সত্যিই সৌভাগ্যের বিষয়। যেখানে চার-পাঁচ প্রজন্মের মিলনমেলা হয়। তা দেখা সত্যিই অনেক আনন্দের।’

স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, পাঁচ প্রজন্ম তেমন চোখে পড়ে না। এই পরিবারের প্রত্যেক সদস্য নিজেদের মতো করে সুখী। একে অপরকে সুখে-দুঃখে সর্বদা সমর্থন করেন পরিবারের সদস্যরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট