হোম > সারা দেশ > ঢাকা

কারওয়ান বাজারে সড়ক আটকে মালয়েশিয়ায় যেতে না পারা প্রবাসী কর্মীদের বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়ায় যেতে ব্যর্থ কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কলিং ভিসায় গত বছরের ৩১ মে তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। তাঁরা কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। আজ বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা জানান, প্রায় ১৮ হাজার কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। তাঁদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধারদেনা করে টাকা জমা দিয়েছেন তাঁরা। কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন।

আন্দোলনরত কর্মীরা বলেন, ‘আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নাই। আমরা সুদে টাকা নিয়েছি।’

এ সময় তারা ৩ দফা দাবি জানান। সেগুলো হলো—২০২৪ সালের ৩১ মে যাঁরা যেতে পারেননি, সবাইকে নিয়ে যেতে হবে; যাঁদের ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার হয়নি, তাঁদের সমান অগ্রাধিকার দিয়ে নিয়ে যেতে হবে এবং ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বলেন, ‘আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাঁদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট