হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফুলের মালা জুতা হতে সময় লাগে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘ক্ষমতা থাকলে ফুল পাওয়া যায়। ক্ষমতা না থাকলে ফুলের মালা জুতার মালা হয়ে যেতে বেশি সময় লাগে না। আমরা তিন পুরুষ রাজনীতি করি, এটা আমরা বুঝি। আগামী দিনের জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার।’ 

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কাশীপুরে সর্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার ওপরে ভরসা করে রাজনীতি করি। আমরা ওনার কাছে যা আবদার করি সেটা পাই। আমার মনে হয় আমি এই নারায়ণগঞ্জে ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আনতে পেরেছি। আমাদের লিংক রোড চওড়া হচ্ছে, ডিএনডি হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রোড ১শ ফিট চওড়া হবে। রাস্তা-ঘাট কালভার্ট-ব্রিজ তো হচ্ছে। তার চেয়ে আমি বেশি প্রয়োজন মনে করি মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। আমরা চাইলে এমন একটা সমাজ তৈরি করতে পারি যেখানে বাচ্চারা মুরব্বিদের সম্মান করবে। এলাকায় থাকবে না কোনো সন্ত্রাস, মাদক। প্রয়োজনে আপনারা আমাকে কাজে লাগান। আমাকে হুকুম দেবেন আমি কাজ করব।’ 

শামীম ওসমান বলেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ার পরে আলাদা করে কিছু নামাজ পড়ি। নামাজ পড়ে তওবার নামাজ পড়ে নেই। যদি সকালে ঘুমের থেকে না উঠি। কারণ আমি যখন ঘুমাই আমার রুহু তো আমার সঙ্গে থাকে না। ও যদি ফেরত না আসে। ও যদি আমাকে জাগিয়ে না তোলে। তাহলে তো আমার মাফ চাওয়ার সুযোগ নাই আমার কথা বার্তা থেকে শুরু করে কোনো কিছুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আপনারা আমাকে হুকুম দেন, আপনারা আমাকে নির্দেশ দেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন