হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফুলের মালা জুতা হতে সময় লাগে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘ক্ষমতা থাকলে ফুল পাওয়া যায়। ক্ষমতা না থাকলে ফুলের মালা জুতার মালা হয়ে যেতে বেশি সময় লাগে না। আমরা তিন পুরুষ রাজনীতি করি, এটা আমরা বুঝি। আগামী দিনের জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার।’ 

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কাশীপুরে সর্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার ওপরে ভরসা করে রাজনীতি করি। আমরা ওনার কাছে যা আবদার করি সেটা পাই। আমার মনে হয় আমি এই নারায়ণগঞ্জে ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আনতে পেরেছি। আমাদের লিংক রোড চওড়া হচ্ছে, ডিএনডি হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রোড ১শ ফিট চওড়া হবে। রাস্তা-ঘাট কালভার্ট-ব্রিজ তো হচ্ছে। তার চেয়ে আমি বেশি প্রয়োজন মনে করি মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। আমরা চাইলে এমন একটা সমাজ তৈরি করতে পারি যেখানে বাচ্চারা মুরব্বিদের সম্মান করবে। এলাকায় থাকবে না কোনো সন্ত্রাস, মাদক। প্রয়োজনে আপনারা আমাকে কাজে লাগান। আমাকে হুকুম দেবেন আমি কাজ করব।’ 

শামীম ওসমান বলেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ার পরে আলাদা করে কিছু নামাজ পড়ি। নামাজ পড়ে তওবার নামাজ পড়ে নেই। যদি সকালে ঘুমের থেকে না উঠি। কারণ আমি যখন ঘুমাই আমার রুহু তো আমার সঙ্গে থাকে না। ও যদি ফেরত না আসে। ও যদি আমাকে জাগিয়ে না তোলে। তাহলে তো আমার মাফ চাওয়ার সুযোগ নাই আমার কথা বার্তা থেকে শুরু করে কোনো কিছুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন। আপনারা আমাকে হুকুম দেন, আপনারা আমাকে নির্দেশ দেন। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব