হোম > সারা দেশ > ঢাকা

উত্তরের পথে তীব্র যানজট, মহাখালী থেকে চন্দ্রা ৬ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজট। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রার শুরুতেই ভয়াবহ যানজটে পড়েছে উত্তরবঙ্গমুখী মানুষ। ঢাকা থেকে ছুটে চলা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাজীপুরের চন্দ্রা এলাকায়। মহাখালী থেকে বেলা ২টায় ছেড়ে আসা বাস রাত সাড়ে ৮টা পর্যন্তও চন্দ্রা পার হতে পারেনি। রাত যত বাড়ছে, ততই লম্বা হচ্ছে যানজটের সারি।

চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের খবর মিলেছে। তবে কালিয়াকৈর পেরোনোর পর থেকে কিছুটা ধীরগতিতে হলেও যানবাহন চলাচল করছে।

বগুড়াগামী একতা পরিবহনের চালক রাশেদ মাহমুদ জানান, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রা খুব একটা স্বস্তিদায়ক হবে না। কয়েক দিন আগেই যে চাপ পড়েছে, সেটাই এর ইঙ্গিত দিচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে বিরক্ত ঘরমুখী যাত্রীরা। বাসের ভেতরে বসে অনেকে বারবার গুগল ম্যাপে ট্রাফিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মী মতিউর রহমান বলেন, ‘মূল চাপ পড়ার কথা ছিল বৃহস্পতিবার রাতে। কিন্তু আজ বুধবার সকাল থেকে মহাসড়কে প্রচণ্ড চাপ। তুচ্ছ কারণে অনেক বাস আটকে আছে, কিন্তু দেখার কেউ নেই, পুলিশও চোখে পড়ছে না।’

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে গরুবাহী ট্রাকের তেমন উপস্থিতি নেই। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতাও খুব একটা দেখা যায়নি।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট