হোম > সারা দেশ > ঢাকা

২০ মিনিটের আগুনে পুড়ে ছাই ‘ঝিল কুটুম ক্যাফে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হাতিরঝিলের মধ্য বাড্ডার ঝিল কুটুম ক্যাফে নামে রেস্তোরাঁটি মাত্র ১৫ মিনিটের আগুনে ছাই হয়ে গেছে। আজ বুধবার বিকেল ৫টা ৪৩ মিনিটে ক্যাফের মোমো বানানোর চুলার পাশে থাকা সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যেই পুরোপুরি ছাই হয়ে যায় রেস্তোরাঁর ভেতরে থাকা আসবাবপত্র ও ডেকোরেশন।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৬টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ক্যাফেটির সামনে গিয়ে দেখা যায়, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় সামনে থাকা স্থাপনা ভেঙে গেছে। আর আগুনের কারণে রেস্তোরাঁটির সবকিছু পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণ শেষে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ঝিল কুটুম ক্যাফের একটি চুলার পাশে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। ক্যাফের এক পাশে হাতিরঝিল হওয়ায় প্রচণ্ড বাতাসের গতি ছিল। ফলে দ্রুত আগুন ভেতরে ছড়িয়ে পড়ে। মাত্র ১৫ থেকে ২০ মিনিট আগুন জ্বলার পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

এত কম সময়ের আগুনে পুরো ক্যাফে পোড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, পুরো ক্যাফের ভেতরে আর্টিফিশিয়াল ডেকরেশন  করা ছিল। এগুলোতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি বাতাসের তীব্র গতি থাকায় আগুন আরও বেড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট